Site icon Jamuna Television

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি শাহনেওয়াজ, জুয়েল সাধারণ সম্পাদক

চাঁপাইনবাবগঞ্জ করেসপনডেন্ট:

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে শাহনেওয়াজ সভাপতি এবং জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (১৪ জুন) প্রেসক্লাব ভবন মিলনায়তনে কার্যনির্বাহী কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দৈনিক নবরাজ পত্রিকার জেলা প্রতিনিধি হোসেন শাহনেওয়াজ সভাপতি এবং দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মনোয়ার হোসেন জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আর সহ সম্পাদক পদে নির্বাচিত হন দি ডেইলি ট্রাইব্যুনাল পত্রিকার প্রতিনিধি হারুন অর রশিদ।

এ সময়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি পদে ৭১ টেলিভিশন ও দৈনিক সমকালের প্রতিনিধি একেএস রোকন ও কোষাধ্যক্ষ পদে সীমান্তের কাগজের সম্পাদক ও প্রকাশক জাফরুল আলম নির্বাচিত হন।

সকাল ১১টার দিকে সারাধণ সভার মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণের উৎবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কার্যক্রম পরিচালনার দ্বায়িত্বে ছিলেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ ও সাপ্তাহিক সোনাসমজিদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জোনাব আলী।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আগামী ২০২৫-২০২৭ দুই বছর দ্বায়িত্ব পালন করবেন। নব নির্বাচিত কমিটি প্রেসক্লাবের সকল সদস্যসহ জেলার সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও দক্ষতাবৃদ্ধি লক্ষ্যে কাজ করা প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে বর্তমান সাধারণ সম্পাদক ও সীমান্তের কাগজের সম্পাদক ও প্রকাশক জাফরুল আলাম নির্বাচন চলাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। সাংবাদিক জাফরুল আলমের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি।

Exit mobile version