Site icon Jamuna Television

গাইবান্ধায় স্টেশন মাস্টারকে মারধর

গাইবান্ধা করেসপনডেন্ট:

দুই যাত্রীর দ্বন্দ্ব মেটাতে গিয়ে কিলঘুষি, লাঞ্ছনা ও মারধরের শিকার হয়েছেন গাইবান্ধার স্টেশন মাস্টার আবুল কাশেম।

শনিবার (১৪ জুন) দুপুরে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন গাইবান্ধা স্টেশনে পৌঁছালে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তীব্র সমালোচনা শুরু হয়।

স্থানীয় রেলওয়ে পুলিশ (জি. আর. পি.) সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে ঢাকামুখী মানুষের অতিরিক্ত চাপ থাকায়, এসি বগিতে দায়িত্ব পালন করছিল রেলওয়ে পুলিশ ও স্টেশন মাস্টার আবুল কাশেম। মূলত ট্রেনের এসি বগিতে স্টেশন মাস্টার নারীদের আগে নামা ও ওঠার কথা বলছিলেন। এক পর্যায়ে দুই যাত্রীর মধ্যে উঠানামা নিয়ে বাকবিতণ্ডা চললে স্টেশন মাস্টার মীমাংসা করতে যান। এ সময়, এক যাত্রী চড়াও হয়ে তাকে মারধর শুরু করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এ বিষয়ে গাইবান্ধা স্টেশন মাস্টার আবুল কাশেম বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে কয়েকজন যাত্রী মিলে তাকে মারধর ও লাঞ্চিত করেছে। মূলত যাত্রীদের সেবা দিতে গিয়ে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক রেলওয়ের দায়িত্বরত পুলিশকে ডাকলেও, ট্রেনটি ছেড়ে দেয়ার কারণে আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।

অপরদিকে, গাইবান্ধা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার আশুতোষ কুমার রায় বলেন, ঘটনার সময় আমি ছিলাম না। ট্রেন চলে যাওয়ার পর ঘটনাটি জানতে পারি।

/এএইচএম

Exit mobile version