
প্রতীকী ছবি
স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:
টাঙ্গাইলের ধনবাড়ি মির্জাপুর উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো মমিনপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে সোয়ায়িব (৩) ও মধুপুর উপজেলার মো. আমিনুল ইসলামের ছেলে আরাফাত (৪)।
পরিবার জানায়, শনিবার সকালে সোয়ায়িব এবং আরাফাত দুজনে বাড়ির বাইরে খেলতে যায়। পরে বেলা হয়ে গেলেও তাদের কোনও খোঁজ না পেয়ে সুয়ায়িবের মা খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে দুপুরে বাড়ির পাশের ডোবায় দুইজনকে পড়ে থাকতে দেখা যায়।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ জানান, মরদেহ সুরতহালের পর অপমৃত্যুর মামলা করা হবে।
/আরএইচ
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply