Site icon Jamuna Television

ইসরায়েলের প্রতিরক্ষা সদর দফতর গুঁড়িয়ে দিল ইরান

ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেঙে প্রতিরক্ষা সদর দফতরে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইরান।

শনিবার (১৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যম দ্য টাইমস ও নিউইয়র্ক টাইমসের যাচাই করা একটি ভিডিও থেকে এ তথ্য জানা গেছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যমটি।

এর আগে, গতকাল শুক্রবার এ সংক্রান্ত একটি  ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১৯ সেকেন্ডের ওই ক্লিপে দেখা যায়, ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেয়ার চেষ্টা করছে। তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোম ভেঙে প্রতিরক্ষা সদর দফতরে আঘাত হানে। এর পেছনে তেল আবিবের কিরিয়া এলাকার মার্গানিট টাওয়ারটি দেখা যায়। যা আইডিএফ সদর দফতরের কাছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত।

উল্লেখ্য, শুক্রবার সকালে ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের বেশ কয়েকজন সামরিক শীর্ষ কর্মকর্তা এবং পরমাণুবিজ্ঞানী নিহত হন। এর প্রতিশোধ হিসেবে ইসরায়েলে হামলা শুরু করে তেহরান।

/এএইচএম

Exit mobile version