Site icon Jamuna Television

ইরানের অ্যারোস্পেস ফোর্সের নতুন প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ মৌসাভি

ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড করর্পের বিমান বাহিনীর প্রধান নিহত হওয়ার পর তার স্থলে নতুন একজনকে নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

সরকারি এক বিবৃত্তিতে জানানো হয়, ইরানের অ্যারোস্পেস ফোর্সের নতুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ মৌসাভি। একইসাথে নতুন প্রধানকে ইরানের মিসাইল এবং ড্রোন সক্ষমতা আরও বৃদ্ধি করতে নির্দেশ দেন সর্বোচ্চ নেতা। রোববার (১৫ জুন) খবরটি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

এর আগে, শুক্রবার ইরানে বড় পরিসরে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন দেশটির অ্যারোস্পেস ফোর্সের প্রধান আমীর আলি হাজিজাদেহ। সরকারি বিবৃত্তিতে নিহত এই সামরিক কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সেইসাথে হামলায় এখন পর্যন্ত সামরিক বাহিনীর ২০ শীর্ষ কমান্ডারকে হারিয়েছে ইরান। তাদের মধ্যে সেনা কর্মকর্তা, আইআরজিসি প্রধানসহ বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাও আছেন।

/এএইচএম

Exit mobile version