Site icon Jamuna Television

ইরান-ইসরায়েল যুদ্ধের অবসান হওয়া উচিত: ট্রাম্প

ইরান-ইসরায়েল যুদ্ধের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন সংঘাত নিয়ে কথা হয়েছে। তিনিও আমার মতো মনে করেন, ইসরায়েল-ইরান যুদ্ধের অবসান হওয়া উচিত।

এর আগে, ইরান-ইসরায়েল সংঘাত বন্ধে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময়, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানের নিন্দা জানান তিনি। সেইসাথে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে উত্তরণের বিষয়েও আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্টের সাথে।

প্রায় ৫০ মিনিট ধরে চলা এই ফোনালাপে ট্রাম্প মধ্যপ্রাচ্যের ঘটনাবলিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে উল্লেখ করেন। সেইসাথে, সংঘাতের দ্রুত সমাধানের জন্য তার আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

/এএইচএম

Exit mobile version