Site icon Jamuna Television

কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলে ‘ধ্বংসাত্মক’ হামলা চালাতে পারে ইরান

কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলে ‘ধ্বংসাত্মক’ হামলা চালাতে পারে ইরান। রোববার (১৫ জুন) ইরানের রাষ্ট্রীয় টিভির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ‘ভারী এবং ধ্বংসাত্মক’ প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করা হচ্ছে।

অপরদিকে, ইসরায়েল আগেই ধারণা করেছিল শনিবার দিবাগত রাতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরান। ইসরায়েলি আর্মি রেডিওর প্রতিবেদনের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছিল, তেহরানের হামলার বিষয়ে সতর্ক করেছে ইসরায়েল সেনাবাহিনী।

ইসরায়েলি বাহিনীর ধারণা, গত শুক্রবার রাতে ইসরায়েলের বিভিন্ন স্থানে দফায় দফায় যেভাবে হামলা চালিয়েছে ইরান, ঠিক একইভাবে আবারও হামলা চালাতে পারে।

এর আগে, গত দুই দিনে ইরানের ৪০টির বেশি সামরিক স্থাপনায় ৭০টি বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ অন্তত ৮০ জন নিহত হয়েছেন। ওই হামলার প্রতিশোধস্বরূপ পাল্টা হামলা চালিয়েছে ইরান। আজ রাতেই আবার বড় ধরনের হামলা চালাতে যাচ্ছে মধ্যপ্রাচের এই দেশটি।

/এএইচএম

Exit mobile version