Site icon Jamuna Television

ইরানে পাঁচ ‘গুপ্তচর’ আটক

ইসরায়েলের পক্ষ হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে ইরানি কর্তৃপক্ষ। দেশটির ইয়াজদ শহর থেকে আটক করা হয় তাদের। শনিবার (১৪ মে) আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন নথি এবং তথ্য ইসরায়েলের কাছে পাচার করে তারা। এসব তথ্য তুলে দেয়া হতো ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে। তারই ভিত্তিতে ইরানে হামলা চালায় ইসরায়েল।

এর আগে, গত শুক্রবার ভোররাত থেকে ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর থেকেই আলোচনায় দেশটিতে ইসরায়েলি গুপ্তচর এবং গোয়েন্দা সংস্থার কার্যক্রম।

/এমএইচ

Exit mobile version