Site icon Jamuna Television

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন করছে যুক্তরাজ্য

উত্তেজনা বাড়ায় মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন করছে যুক্তরাজ্য। এমনটা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গতকাল শনিবার (১৪ জুন) কানাডায় গ্রুপ অব সেভেন (জি৭) সম্মেলনে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

কিয়ার স্টারমার বলেন, যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জামগুলো ‘আঞ্চলিক জরুরি সহায়তা’ দিতে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে।

প্রধানমন্ত্রীর এক মুখপাত্র জানান, গত শুক্রবার সকালে ওই অঞ্চলের পরিস্থিতি অবনতির দিকে যাওয়ার বিষয়টি স্পষ্ট হলে ব্রিটিশ বাহিনী প্রস্তুতি নেয়া শুরু করে। যুক্তরাজ্যের ঘাঁটি থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহকারী বিমান পাঠানো হয়েছে। এছাড়াও আরও যুদ্ধবিমান পাঠানো হবে।

এদিকে, ইরান ও ইসরায়েলের উত্তেজনার বিষয়টি নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের ‘গুরুতর উদ্বেগজনক পরিস্থিতি’ নিয়ে এই দুই নেতা আলোচনা করেছেন। চলমান উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তা নিয়ে একমত হয়েছেন তারা।

/আরএইচ

Exit mobile version