Site icon Jamuna Television

ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই পয়েন্ট হারালো মেসিরা

ড্র দিয়ে শুরু হয়েছে নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপের যাত্রা। ইন্টার মায়ামি ও আল-আহলির মধ্যকার উদ্বোধনী ম্যাচটিতে স্কোর করতে পারেনি কেউই।

রোববার (১৫ জুন) ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি শুরুর কথা থাকলেও উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে কিছুটা দেরি হয়।

ম্যাচে লিওনেল মেসির ইন্টার মায়ামি পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি। ৫৬ শতাংশ বল দখলে রেখে তারা ৯টি শট নিলেও অন টার্গেটে ছিল ৪টি। বিপরীতে মিসরের ক্লাব আল আহলি ৪৪ শতাংশ বল দখলে রেখে ১১টি শট নিলে ৮টিই ছিল অন টার্গেটে।

প্রথমার্ধে এগিয়ে যাওয়ার বড় সুযোগ ছিল আল আহলির সামনে। ৪৩তম মিনিটে উইঙ্গার ট্রেজেগেট পেনাল্টি থেকে গোল করতে না পারায় লিড নেয়া আর হয়নি তাদের। ম্যাচের বাকি সময়ে উভয় দল আক্রমণ চালালেও প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় দু’দলের ফরোয়ার্ডরা।

‘এ’ গ্রুপে ইন্টার মায়ামি ও আল আহলির সাথে আরও রয়েছে পর্তুগালের ক্লাব এফসি পোর্তো ও ব্রাজিলের ক্লাব পালমেইরাস।

আগামী ১৯ জুন পোর্তোর বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মেসিরা।

উল্লেখ্য, টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে ৬ মহাদেশের ৩২টি দল, প্রতি গ্রুপে ৪টি করে দল নিয়ে মোট ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতি গ্রুপের সেরা দুটি দল যাবে শেষ ষোলোতে। আগে প্রতি বছর মহাদেশীয় চ্যাম্পিয়নদের নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও, এখন থেকে আগের ফরম্যাটে হবে না। অনেক বড় পরিসরে এখন থেকে অনুষ্ঠিত হবে ক্লাব ফুটবলের এই বিশ্বকাপ।

/এমএইচআর

Exit mobile version