Site icon Jamuna Television

রাতে ইয়েমেন থেকেও ইসরায়েলে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা

ফাইল ছবি।

ইরানের সাথে উত্তেজনার মাঝে আবারও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির হামলার শিকার হলো ইসরায়েল।শনিবার রাত থেকে রোববার (১৫ জুন) সকাল পর্যন্ত চলে এ হামলা। রাতভর ছোঁড়া হয় মিসাইল। এ সময় নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটে সাধারণ মানুষ।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের হামলাগুলো  শুধু ইরান থেকেই নয়, বরং ইয়েমেন থেকেও এসেছে—যেখান থেকে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি চলমান সংঘর্ষে হুথিদের দ্বিতীয় সক্রিয় অংশগ্রহণ।

এর আগে, গত মঙ্গলবার হুতিদের হামলার শিকার হয় ইসরায়েল। সেখানে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার কথা জানিয়েছিলো গোষ্ঠীটি। এর পাল্টা জবাবে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে বোমা হামলা চালায় তেল আবিব।

/এমএইচ

Exit mobile version