Site icon Jamuna Television

ইরানের পাল্টা হামলায় আটকে গেলো নেতানিয়াহুর ছেলের বিয়ে

ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার জেরে আটকে গেলো বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলের বিয়ে। যুদ্ধ পরিস্থিতির কারণে নিজের ছেলের বিয়ে স্থগিত করতে বাধ্য হয়েছেন এই ইসরায়েলি প্রধানমন্ত্রী।

আগামীকাল সোমবার (১৬ জুন) বিয়ের পিড়িতে বসার কথা ছিল নেতানিয়াহুর ছেলে এভনের নেতানিয়াহুর। তবে, এর আগেই ইরানের সাথে পাল্টাপাল্টি ক্ষেপনাস্ত্র হামলায় তৈরি হয় যুদ্ধাবস্থা। এ অবস্থায় এক রকম বাধ্য হয়েই ছেলের বিয়ের অনুষ্ঠান বাতিল করেছেন নেতানিয়াহু।

তেল আবিব থেকে ৩০ কিলোমিটার উত্তরে কিবুৎজ ইয়াকুম এভনের নেতানিয়াহুর বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিয়ে উপলক্ষ্যে নেয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সোমবার কিবুৎজ ইয়াকুম এর ১.৫ কিলোমিটার রেডিয়াস পর্যন্ত আকাশসীমাও বন্ধ ঘোষণা করা হয়েছিল।

/এমএইচ

Exit mobile version