Site icon Jamuna Television

জয়পুরহাটে ডাকাতি মামলার মূল আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সিনিয়র করেসপনডেন্ট, জয়পুরহাট:

জয়পুরহাটের কালাই উপজেলার চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূল আসামি মেহেদী হাসান ওরফে চিকন আলীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে, গত বৃহস্পতিবার রাতে আক্কেলপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ২৫ অক্টোবর রাতে কালাই উপজেলার বাখরা গ্রামে কছিম উদ্দিন ফকিরের বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। এ সময়, তারা টয়লেটের ছাদ ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা, চারটি বিদেশি গরু, চাল, কাপড়সহ প্রায় ১১ লাখ ৩৬ হাজার টাকার মালামাল লুট করে।

ঘটনার পরদিন কালাই থানায় একটি মামলা রুজু হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযুক্তদের শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় মূল অভিযুক্ত মেহেদী হাসান ওরফে চিকন আলীকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করলে স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

জয়পুরহাটের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব জানিয়েছেন, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

/এএইচএম

Exit mobile version