Site icon Jamuna Television

মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইরানে দুইজন আটক

ফাইল ছবি

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দুই জনকে আটক করেছে ইরানের গোয়েন্দা বিভাগ। খবর আলজাজিরার।

ইরানের আলবোর্জ প্রদেশ থেকে তাদের আটক করা হয়েছে বলে জানায় দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে।

জানা গেছে, আটকের মুহুর্তে বিস্ফোরক তৈরি করছিল ওই দুই ব্যক্তি। এছাড়াও তাদের কাছ থেকে বেশকিছু ইলেক্ট্রনিক ডিভাইসও জব্দ করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

এর আগে ইসরায়েলের পক্ষ হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও ৫ জনকে গ্রেফতার করেছে ইরানি কর্তৃপক্ষ। দেশটির ইয়াজদ শহর থেকে আটক করা হয় তাদের।

/এসআইএন

Exit mobile version