Site icon Jamuna Television

ট্রাম্পকে ইহুদিদের পরম বন্ধু আখ্যা দিয়ে জন্মদিনের শুভেচ্ছা নেতানিয়াহুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৭৯তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (১৪ জুন) এক শুভেচ্ছা বার্তায় ট্রাম্পকে ইহুদিদের পরম বন্ধু আখ্যা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

শুভেচ্ছা বার্তায় নেতানিয়াহু বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের ডাবল শুভেচ্ছা জানাই। আপনি একজন অসাধারণ, সাহসী নেতা। ইহুদি ভূখণ্ডের মিত্র এবং ব্যক্তিগত ভাবে আমার ভালো বন্ধু। সন্ত্রাসী ইরানের হাত থেকে আমাদের সবসময় রক্ষা করেছেন। আমরা কৃতজ্ঞ।

তিনি বলেন, আমাদের শত্রুই তোমাদের শত্রু। আমরা এমন কিছুর মুখোমুখি হচ্ছি, যা আজ হোক বা কাল হোক আমাদের সকলের জন্য হুমকিস্বরূপ। আমাদের বিজয়ই তোমাদের বিজয় হবে।

উল্লেখ্য, ইরান-ইসরায়েল ইস্যুতে সরগরম বিশ্ব। দু’পক্ষের হামলা-পাল্টা হামলায় প্রাণ হারিয়েছে অনেক বেসামরিক মানুষ। ইরানের পাশাপাশি ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলে।

/এমএইচআর

Exit mobile version