Site icon Jamuna Television

ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে ইরানের হামলা

ইরানের হামলায় ইসরায়েলের কেন্দ্রীয় শহর রেহোভে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় উইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সেও ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি স্থাপনা নষ্ট হয়েছে। খবর, আল জাজিরার.

তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট।

এদিকে, বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। অন্যান্য দেশে আটকে থাকা ইসরায়েলিদের ফিরিয়ে আনতেও চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। 

বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হলেও সমস্ত এয়ার ক্রু এবং বিমানগুলো উড্ডয়নের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, ইরান-ইসরায়েল ইস্যুতে সরগরম বিশ্ব। দু’পক্ষের হামলা-পাল্টা হামলায় প্রাণ হারিয়েছে অনেক বেসামরিক মানুষ। ইরানের পাশাপাশি ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলে।

/এমএইচআর

Exit mobile version