Site icon Jamuna Television

আখাউড়ায় ২০ ভরি স্বর্ণালংকারসহ ‘চোর’ গ্রেফতার

আখাউড়া করেসপনডেন্ট :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশ প্রায় ২০ ভরি স্বর্ণালংকারসহ মেহেদী হাসান (২৪) নামের একজনকে গ্রেফতার করেছে।

রোববার সকালে পৌরশহরের সড়ক বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ।

উদ্ধার হওয়া স্বর্ণালংকারগুলো একদিন আগে পৌর এলাকার দুর্গাপুরের একটি বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণের সঙ্গে মিল রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মেহেদী হাসান নামে ওই যুবক স্বর্ণালংকার বিক্রির জন্য শহরে ঘোরাঘুরির খবরে পুলিশ তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়- যা চুরি হওয়ার ভুক্তভোগী পরিবার তাদের বলে চিহ্নিত করেছেন। ওই বাড়ি থেকে প্রায় ৪০ ভরি স্বর্ণ চুরি হয় বলে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

 মেহেদী হাসানের বাড়ি কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামে। 

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপুরের টিপু মিয়ার বাড়ির দোতলা থেকে গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৮টার মধ্যে কোনো এক সময় চুরি হয়। চোর বা চোরের দল বাড়ির দোতলার বাথরুমের ফ্যান ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি থেকে প্রায় ৪০ ভরি স্বর্ণ লুটে নিয়ে যায়।

এ ঘটনায় টিপু মিয়ার স্ত্রী শান্ত আক্তার থানায় লিখিত অভিযোগ করে। রোববার  সকালে পুলিশ খবর পায় যে এক যুবক স্বর্ণালংকার বিক্রির জন্য কাঁধে ব্যাগ নিয়ে ঘুরছেন। চুরির ঘটনাস্থল থেকে আনুমানিক তিন কিলোমিটার দূরে সড়ক বাজার এলাকায় তিনি বিক্রির চেষ্টা করছিলেন। এ সময় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি চালালে প্রায় ২০ ভরি স্বর্ণ উদ্ধার করা সম্ভব হয়। বাকি স্বর্ণ উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ওসি জানিয়েছেন।

/এটিএম

Exit mobile version