Site icon Jamuna Television

ইরানি হামলায় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে কড়া হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইরানের হামলায় ইসরায়ালের বিধ্বস্ত এলাকা বাট ইয়ামে পরিদর্শনে গিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, বেসামরিক নাগরিকদের হত্যার জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে। খবর আলজাজিরার।

নেতানিয়াহু আরও বলেন, আমরা এখানে আছি কারণ আমরা একটি অস্তিত্ব রক্ষার লড়াই করছি এবং আমি মনে করি এখন প্রতিটি ইসরায়েলি নাগরিক তা বুঝতে পারছে।

উল্লেখ্য, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, ইরানের হামলায় মধ্য ও উত্তর ইসরায়েলে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।

/এসআইএন

Exit mobile version