Site icon Jamuna Television

ইসরায়েল সংঘাত থামালে যুদ্ধ বন্ধ করবে ইরানও: আব্বাস আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন ইসরায়েল সংঘাত বন্ধ করলে ইরান হামলা থামাবে। উত্তেজনা আর বাড়াতে চায় না তেহরান। মধ্যপ্রাচ্যে সহিংসতা বৃদ্ধি করতেও অনাগ্রহী খামেনি প্রশাসন। খবর আনাদুলো এজেন্সি’র।

রোববার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, আমরা চাই না এই সংঘাত আর বাড়ুক, যদি না সেটা আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়। অন্যান্য দেশে যাতে এই সংঘাত না ছড়ায় সেটাও চাই না। ইরান এই যুদ্ধ চায়নি।

তিনি আরও জানান, নিজেদের রক্ষা করার বৈধতা রয়েছে। ইসরায়েল যদি হামলা বন্ধ করে তাহলে স্বাভাবিকভাবেই আমাদের জবাবও থেমে যাবে।

গত শুক্রবার (১৩ জুন) থেকে ইসরায়েল ধারাবাহিক বিমান ও ড্রোন হামলা শুরু করে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, টানা দুই দিনের হামলায় ইরানে কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে ২০ জন শিশু। আহত হয়েছেন আরও ৮০০ জন।

জবাবে ইরান প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র হাইফার বাজান তেল শোধনাগারে আঘাত হানার কথা জানায় আল জাজিরা। এ হামলায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও অংশগ্রহণের দাবি করেছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ইরানের পাল্টা হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন।

/এএস

Exit mobile version