Site icon Jamuna Television

খেলাপি ঋণ বেড়ে ৪ লাখ ২০ হাজার কোটি টাকা

বৃহস্পতিবার সীমিত পরিসরে খুলছে আর্থিক প্রতিষ্ঠান

মার্চ শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার কোটি টাকার ওপরে। বিতরণ করা ঋণের ২৪ দশমিক ১৩ শতাংশই খেলাপি, যা বাংলাদেশের ইতিহাসে খেলাপি ঋণের নতুন রেকর্ড। চলতি বছরের প্রথম প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে ৭৪ হাজার কোটি টাকার বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত ব্যাংকিং খাতের বিতরণ করা ঋণের পরিমাণ ১৭ লাখ ৪১ হাজার ৯৯২ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি টাকা।

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের বিতরণ করা ঋণের প্রায় অর্ধেকই খেলাপি। মার্চ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দিয়েছে ৩ লাখ ১৯ হাজার কোটি টাকার কিছু বেশি। এর মধ্যে খেলাপি ১ লাখ ৪৬ হাজার কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৪৫ দশমিক ৭৯ শতাংশ।

এ সময়ে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দিয়েছে ১৩ লাখ ১০ হাজার কোটি টাকা। এর মধ্যে খেলাপি ২ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ২০ দশমিক ১৬ শতাংশ। বিদেশি ব্যাংকের খেলাপি ঋণের হার ৪ দশমিক ৮৩ শতাংশ এবং বিশেষ ব্যাংকের ক্ষেত্রে এ হার ১৪ দশমিক ৪৭ শতাংশ। খেলাপি ঋণের সাথে বেড়েছে প্রভিশন সংরক্ষণের ঘাটতিও।

/এসআইএন

Exit mobile version