শিগগিরই শান্তি প্রতিষ্ঠা হবে ইরান-ইসরায়েলে: ট্রাম্প

|

ফাইল ছবি।

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে একটি চুক্তিতে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশেরে চলমান সংঘাত বন্ধে উদ্যোগ নেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন, এখন অনেক ফোনকল ও বৈঠক হচ্ছে যাতে দুই পক্ষ লড়াই বন্ধ করে। খবর সিএনএনের।

রোববার (১৫ জুন) সকালে ট্রুথ সোশালে তিনি লেখেন, ইরান ও ইসরায়েলের একটি চুক্তি করা উচিত, এবং চুক্তিটি হবে। যেমনটা আমি ভারত ও পাকিস্তানকে করিয়েছিলাম।

তিনি আরও উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে চরম উত্তেজনায় থাকা সার্বিয়া-কসোভো এবং মিসর-ইথিওপিয়ার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রেখেছিলেন তিনি।

ট্রাম্প লিখেছেন, তেমনি করে শিগগিরই ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। এ বিষয়ে বর্তমানে বহু ফোনালাপ ও বৈঠক চলছে।

শেষে ট্রাম্প লেখেন, আমি অনেক কিছু করি, কিন্তু কখনো কাজের কৃতিত্ব পাই না—তবে ঠিক আছে, জনগণ বোঝে। মেক দ্য মিডল ইস্ট গ্রেট অ্যাগেইন।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply