Site icon Jamuna Television

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের হাইফায় আহত ৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরে ৪ জন আহত হয়েছে। ইসরায়েলের জাতীয় জরুরি পরিষেবার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আল জাজিরা।

আল জাজিরা জানায়, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪ জন আহত হয়েছেন।

রয়টার্স জানিয়েছে, হাইফায় একাধিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ১২৮ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ৯০০ জন। ইরানে শনিবার দুপুর পর্যন্ত ইসরায়েলি হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে ইরানি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

Exit mobile version