Site icon Jamuna Television

হাইফা বিদ্যুৎকেন্দ্রে ইরানি মিসাইলের আঘাত, আহত ২

ইরানের নতুন হামলায় আজ সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফায় দুজন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও তিনজন। ইসরায়েলের সংবাদমাধ্যম কানের বরাতে এ তথ্য দিয়েছে আল জাজিরা।

এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, হাইফা বন্দরের নিকটবর্তী বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন জ্বলতে দেখা গেছে। তারা ইসরায়েলি বাহিনীর হামলা প্রতিহত করার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করেছে। এর আগে সেখানে দুটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা ঘটেছে।

এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, প্রশ্নাতীতভাবে, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। টেলিফোনে আলাপ করার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও এ কথা বলেছেন। এ বিষয়ে তিনি আর নেতানিয়াহু একমত হয়েছেন।

নেতানিয়াহুকে উরসুলা বলেছেন, ইরানকে ঘিরে এখনকার পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনা সবচেয়ে ভালো পন্থা । তবে তিনি নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাননি।

/এটিএম

Exit mobile version