Site icon Jamuna Television

ইরানের হামলায় ইসরায়েলের মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত, কার্যক্রম বন্ধ ঘোষণা

ইসরায়েলের তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাস ইরানি মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত ‘মাইক হাকাবি’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন।

সোমবার (১৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান, তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাস ভবনের কাছে ‘ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আঘাতে’ ভবনের ‘সামান্য ক্ষতি’ হয়েছে। তবে মার্কিন কর্মীদের কোনও আঘাত লাগেনি। সেইসাথে, জেরুজালেম ও তেল আবিবে দেশটির দূতাবাস এবং কনস্যুলেট আজ বন্ধ থাকার কথাও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার ইরানের ভূখণ্ডে একযোগে বিমান-ড্রোন-মিসাইল হামলা চালানো শুরু করে ইসরায়েল। এতে দেশটির পারমাণবিক স্থাপনা, তেল শোধনাগারসহ বহু স্থাপনার ক্ষয়ক্ষতি সাধিত হয়। হতাহত হয় বহু মানুষ। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার তথ্যমতে, ইসরায়েলি হামলায় ইরানে নিহত বেড়ে অন্তত ১২৮ জনে দাঁড়িয়েছে। সেইসাথে আহত হয়েছে আরও ৯শ’ জনের মতো।

অপরদিকে, ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের জবাবে গত দু’দিন ধরেই দেশটির বিভিন্ন স্থাপনায় মুহুর্মুহু মিসাইল ও ড্রোন ছুঁড়েছে তেহরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে এখন পর্যন্ত তেলআবিবে ইরানের হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। সেইসাথে আহত হয়েছেন দুই শতাধিক। এরমধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে প্রাণহানি আরও বাড়ার শঙ্কা করছে কর্তৃপক্ষ।

/এএইচএম

Exit mobile version