Site icon Jamuna Television

আরও ২ টেলিকমকর্মী অপহরণ, সেবাদানকারী প্রতিষ্ঠানের উদ্বেগ

চট্টগ্রাম ও পার্বত‍্য চট্টগ্রামে টেলিকমকর্মী অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সার্বস কমিউনিকেশন লিমিটেড। এ বিষয়ে সরকারি হস্তক্ষেপও চেয়েছে প্রতিষ্ঠানটি। সার্বস কমিউনিকেশন মূলত পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় অবস্থানরত টাওয়ারগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠান ইডটকো বিডি’র হয়ে কাজ করে।

সোমবার (১৬ জুন) সার্বস কমিউনিকেশন প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ জুন ফটিকছড়ি থানার লেলাং ইউনিয়নের কর্নফুলী বাজার এলাকা থেকে মোহম্মদ সুমন ইসলাম এবং আব্দুর রহিম নামে দুইজন রবি টাওয়ারে কর্মরত অবস্থায় নিখোঁজ হন। এ ঘটনায় ৬ জুন একটি সাধারণ ডায়েরিও করা হয়। তবে ১০ দিন পার হয়ে গেলেও সেই ঘটনায় নিখোঁজ কর্মীদের উদ্ধার করা সম্ভব হয়নি।

এর আগে, গত ১৯ এপ্রিল খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ইডটকোর আওতাধীন রবি মোবাইল টাওয়ার থেকে মো: ইসমাইল মিয়া এবং আব্রে মারমা নামে অপর দুই কর্মীকে অপহরণ করা হয়।

প্রতিষ্ঠানটি জানায়, এ সব ঘটনায় ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছেন মোবাইল নেটওয়ার্ক সেবার সাথে জড়িত কয়েক হাজার কর্মী। অপহৃত এবং নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা কঠিন সময় পার করছেন।

এ ধরণের ঘটনার সুরাহা না হলে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম ও পার্বত‍্য চট্টগ্রামে সেবা অব‍্যাহত রাখা কঠিন হয়ে পড়বে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেছে সার্বস কমিউনিকেশন। 

/এএস

Exit mobile version