Site icon Jamuna Television

মির্জা ফখরুলের সাথে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

সোমবার (১৬ জুন) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সকাল সাড়ে দশটায় বৈঠকটি শুরু হয়।

বিএনপির প্রতিদিন দলে উপস্থিতি আছেন- বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

বৈঠকে বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করেন নেতারা। সেইসঙ্গে আগামী নির্বাচন,সংস্কার ও সমসাময়িক রাজনীতি নিয়েও দুপক্ষ নিজেদের মতামত তুলে ধরেন এই বৈঠকে।

/এএস

Exit mobile version