Site icon Jamuna Television

ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের এক-তৃতীয়াংশ ‘ধ্বংস’ করার দাবি ইসরায়েলের

ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের তাবরিজ বিমানঘাঁটি।

ইরানের মিসাইল লঞ্চার বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের ‘এক-তৃতীয়াংশ ধ্বংস’ করে দেয়ার দাবি করেছে ইসরায়েল। তাদের দাবি অনুসারে, চার দিনের হামলায় ইরানের ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে ইসরায়েল। খবর বিবিসির।

সোমবার (১৬ জুন) এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন বলেন, আমরা ইরান সরকারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ব্যবহৃত যন্ত্রের এক-তৃতীয়াংশই ধ্বংস করে দিয়েছি। শুধু গত রাতেই ইসরায়েলি বিমানবাহিনী ২০টির বেশি লঞ্চার ধ্বংস করেছে। তা না হলে মাত্র কয়েক মিনিট পর এই লঞ্চারগুলো দিয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ত ইরান।

এছাড়া, তেহরানের আকাশসীমায় নিজেদের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ অর্জনেরও দাবি করেছেন তিনি।

এফি ডিফ্রিন জানিয়েছেন, ইরানের মধ্যাঞ্চলের ইস্পাহান শহরে প্রায় ১০০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় তেল আবিব। ক্ষেপণাস্ত্রের গুদাম, লঞ্চার ও কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালায় প্রায় ৫০টি যুদ্ধবিমান।

/এমএন

Exit mobile version