Site icon Jamuna Television

আসছে আইফোন ১৭, যা থাকতে পারে নতুন ফোনে

আইফোনপ্রেমীদের জন্য সুখবর। আসছে অ্যাপলের নতুন সিরিজ—আইফোন ১৭। যার মধ্যে ভ্যারিয়েন্ট থাকার সম্ভাবনা রয়েছে চারটি। সেগুলো হলো- আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, প্রো এবং প্রো ম্যাক্স। এগুলোর মধ্যে প্রো ও প্রো ম্যাক্স মডেল নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা। অ্যাপল প্রতিবছরের মতো এবারও সেপ্টেম্বরে নতুন ফোন উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। চলুন দেখে নেই নতুন আইফোন নিয়ে কী জানা গেলো।

বড় পরিবর্তন আসছে ডিজাইনে

গালফ নিউজ‘র এক প্রতিবেদন অনুযায়ী, এবার আইফোনে থাকবে নতুন ফ্রেম ডিজাইন ও বড় ক্যামেরা বাম্প। প্রো মডেলগুলোতে টাইটানিয়ামের বদলে এবার ব্যবহার হচ্ছে অ্যালুমিনিয়াম। স্কাই ব্লু নামে নতুন এক রঙ যুক্ত হচ্ছে। যদিও সবই এখনও গুঞ্জনের তালিকায়।

১২টি বড় আপগ্রেড

বিশ্বস্ত টেকব্লগ অ্যাপল হাব ও ম্যাকরিউমরস আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স-এ কী কী থাকতে পারে, তার সম্ভাব্য একটি তালিকা দিয়েছে।

বাজারে আসবে কবে?

সেপ্টেম্বরের ৯-১১ তারিখের মধ্যে অ্যাপল ইভেন্ট হতে পারে। প্রি-অর্ডার শুরু হতে পারে সেই সপ্তাহের শুক্রবার। আর বাজারে আসতে পারে পরের সপ্তাহে।

দাম কত হতে পারে?

যুক্তরাষ্ট্রে আইফোন ১৭ প্রো ম্যাক্স এর দাম শুরু হতে পারে ১,১৯৯ ডলার থেকে। তবে কিছু ক্ষেত্রে এটা ১,৭০০ থেকে ২,৩০০ ডলার পর্যন্ত হতে পারে।

/এমএমএইচ

Exit mobile version