Site icon Jamuna Television

গাইবান্ধা-৩ আসনের ভোট ২৭ জানুয়ারি

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি। আজ রোববার রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

এই আসনের সাবেক সংসদ সদস্য ও ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ার কারণে আইন অনুযায়ী নির্বাচন স্থগিত করা হয়।

গত ২০ ডিসেম্বর বুধবার রাত আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ফজলে রাব্বী রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। ফজলে রাব্বী চৌধুরী দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ ও উচ্চরক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

Exit mobile version