Site icon Jamuna Television

ইরান ইস্যুতে ইসরায়েলকে পাল্টা জবাব দেয়ার দাবি অস্বীকার করলো পাকিস্তান

ইরানে ইসরায়েল পারমাণবিক হামলা করলে তার পাল্টা জবাব দেবে পাকিস্তান—এমন দাবি অস্বীকার করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই দাবি উড়িয়ে দিয়েছেন।

আজ সোমবার (১৬ জুন) সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক বক্তব্যে তিনি বলেন, পাকিস্তানের পরমাণু কার্যক্রম শুধুমাত্র দেশটির জনগণের কল্যাণেই ব্যবহৃত হবে। প্রতিবেশীদের নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্রে পাকিস্তান জড়াবে না বলেও নিশ্চিত করেন খাজা আসিফ।

এর আগে ভারতীয় বেশ কিছু গণমাধ্যম দাবি করে, ইসরায়েলে পরমাণু অস্ত্রের হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। ইরানে হামলা হলে তার জবাবে পাল্টা দেয়া হবে—এমন মন্তব্য একজন ইরানি সেনা কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়।

/এসআইএন

Exit mobile version