Site icon Jamuna Television

ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

ইরান থেকে আবার ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনী। সামরিক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইসরায়েলের উত্তরাঞ্চলের বহু এলাকায় সাইরেন বেজে উঠেছে। খবর আলজাজিরার।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, হামলা ঠেকাতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

একই সঙ্গে সাধারণ নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

উল্লেখ্য, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) ভবনে হামলা চালায় ইসরায়েল।

/এসআইএন

Exit mobile version