Site icon Jamuna Television

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন হবে না: নুর

ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, যতদিন পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হয়, ততদিন দেশে কোনো নির্বাচন হবে না।

আজ সোমবার (১৬ জুন) রাতে পটুয়াখালী শহরের নতুন বাজারে গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে এক সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

নুর বলেন, প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কারের জন্য যত সময় প্রয়োজন তা নিতে পারে। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবার পরই যেনো ভোটের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, ‌গণঅধিকার পরিষদকে আন্ডারস্টিমেট করবেন না। গত সাত বছরে ৭০ বছরের ইতিহাস তৈরি করেছে। তাই আমাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবেন না।

/এসআইএন

Exit mobile version