Site icon Jamuna Television

‘মারাত্মক ক্ষতিগ্রস্ত’ ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্র, দাবি ‘আইএইএ’ প্রধানের

পুরোপুরি ধ্বংস না হলেও ইসরায়েলি হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ।

মঙ্গলবার (১৭ জুন) বিবিসিকে এমনটাই জানিয়েছেন জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা- আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি।

তার দাবি, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই কেন্দ্রটিতে দেখা দিয়েছিল বিদ্যুৎ বিভ্রাট। সেইসাথে, মাটির উপরে অবস্থিত একটি চুল্লি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত ইসপাহান পারমাণবিক স্থাপনার চারটি ভবন রয়েছে। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি ভূগর্ভস্থ ফোর্দো পারমাণবিক কেন্দ্রে। এর আগে, শুক্রবার ইরানের পরমাণু স্থাপনা টার্গেট করে দফায় দফায় হামলা চালায় ইসরায়েল।

/এএইচএম

Exit mobile version