Site icon Jamuna Television

নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৩ দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

রূপগঞ্জের বালু নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ সৃজন সাহার (২৮) মৃতদেহ তিনদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ মঙ্গলবার (১৭ জুন) সকালে রাজধানীর পাতিরা এলাকার পিডিএল ঘাট থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত সৃজন সাহা নরসিংদীর মাধবদী থানার কাশিপুর এলাকার স্বপন সাহার ছেলে। সে গত বছর নরসিংদী সরকারি কলেজ থেকে মাস্টার্স পাশ করেছে। 

পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দিপন ভক্ত জানান, গত রোববার (১৫ জুন) সন্ধ্যায় নানা বাড়িতে বেড়াতে এসে বালু নদীতে গোসল করতে নামে সৃজন সাহা। এ সময় তার ছোটভাই সূর্য সাহা মোবাইল ফোনে তার গোসলের ভিডিও ধারণ করছিল।

এক পর্যায়ে নদীর প্রবল স্রোতে সৃজন সাহা পানিতে ডুবে যায়। পরে তিনদিন ধরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে আজ সকালে রাজধানীর পাতিরা এলাকার পিডিএল ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করে।

/এএইচএম

Exit mobile version