Site icon Jamuna Television

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলের হামলায় তিনজনের প্রাণহানি

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এর প্রধান কার্যালয়ে হামলার ঘটনায় দেমটির তিন জন কর্মী নিহত হয়েছেন। হামলার একদিন পর চ্যানেলটি এ তথ্য প্রকাশ করেছে। খবর আলজাজিরার।

চ্যানেলটি জানায়, সোমবার ইসরায়েলের হামলায় টেলিভিশনের তিনজন কর্মী নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

লাইভ সম্প্রচারে দেখা যায়, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোঁড়া মিসাইল আঘাত হানে টেলিভিশন ভবনে। এসময় পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্টুডিও থেকে বেরিয়ে যান উপস্থাপিকা। 

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকাই এ হামলাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এটি একটি যুদ্ধাপরাধ এবং সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের এক নম্বর হত্যাকারী ইসরায়েল।

/এসআইএন

Exit mobile version