Site icon Jamuna Television

ইসরায়েলে আরও ৩০টি ক্ষেপণাস্ত্র  ছুঁড়েছে ইরান

ইরান সর্বশেষ সকালের হামলায় ইসরায়েলে ৩০টি ক্ষেপণাস্ত্র  ছুঁড়েছে বলে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিবিসির খবর।

আইডিএফের একজন মুখপাত্র জানান, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র বেশিরভাগ প্রতিহত করা হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করেছে।

উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের হামলা-পাল্টা হামলায় সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের ঘটনা। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ ইসরায়েলির। অন্যদিকে নিহত হয়েছেন আড়াইশ’র বেশি ইরানি নাগরিক।

/এসআইএন

Exit mobile version