Site icon Jamuna Television

ডাক্তার-নার্সদের ছুটি বাতিল করলো ইরান

প্রতিকী ছবি

ইরানে ছুটিতে থাকা সব ডাক্তার ও নার্সদের অবিলম্বে নিজেদের কর্মস্থলে ফিরে আসতে হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির স্বাস্থ্য বিষয়ক উপ-মন্ত্রী সাইয়েদ সাজ্জাদ রেজাভি। খবর আলজাজিরার।

তিনি বলেন, ডাক্তার ও নার্সদের সব ধরণের ছুটি বাতিল করা হয়েছে এবং তাদেরকে চিকিৎসা কেন্দ্রে নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে, যাতে তারা শুধু চিকিৎসা সেবা প্রদানই না করেন, বরং চিকিৎসক দলের মনোবল এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখতেও কার্যকর ভূমিকা রাখতে পারেন।

তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মীদের পাশে রয়েছে এবং যেকোনো প্রয়োজনে সহায়তা ও সহযোগিতা প্রদান করতে প্রস্তুত বলে জানান।

এছাড়াও ইসরায়েলের হামলায় গণআহত রোগীদের চিকিৎসার জন্য বিশেষ নির্দেশিকা চিকিৎসা কেন্দ্র ও বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে।

/এসআইএন

Exit mobile version