Site icon Jamuna Television

ভারতীয় সেনার গুলিতে কাশ্মীরে নিহত ৬

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের ট্রাল শহরে চালানো নিরাপত্তা বাহিনীর এক অভিযানে ৬ জন স্বাধীনতাকামী নিহত হয়েছে। শনিবার ভারতীয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এ অভিযান চালানো হয়।

কর্তৃপক্ষ জানায়, আরামপোরা গ্রামে অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে কাশ্মীরের এই স্বাধীনতাকামীদের সংঘর্ষ বাঁধে এবং বেশ কিছুক্ষণ ধরে বন্দুকযুদ্ধ চলে। নিহতরা সশস্ত্র গোষ্ঠী আনসার উল গাজওয়াতুল হিন্দের সদস্য বলে দাবি ভারতীয় কর্তৃপক্ষের। স্থানীয়রা নিহতদের দাফনে শামিল হয়ে নিরাপত্তা বাহিনীর এ অভিযানের প্রতিবাদে বিক্ষোভ করে। সংঘর্ষ এড়াতে ওই এলাকায় মোবাইল ইন্টারনেট সার্ভিস ও রেল চলাচলও বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

Exit mobile version