Site icon Jamuna Television

কুষ্টিয়ার সাবেক এমপি বাদশাহ ঢাকায় গ্রেফতার

কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশাহ ঢাকায় গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে সারোয়ার জাহানের বিরুদ্ধে। মোহাম্মদপুরে ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে হত্যার ঘটনা তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ছাড়া তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও আছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সময়ের সভাপতি বাদশাহ ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

/এমএইচ

Exit mobile version