Site icon Jamuna Television

মিরপুরে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই: মূল হোতাসহ গ্রেফতার ৬

ফাইল ছবি।

রাজধানীর মিরপুরে প্রকাশ্য দিবালোকে মানি একচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত অর্থ, বিদেশি অস্ত্র ও গাড়ি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৭ জুন) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি।

ডিবি জানায়, গত ২৭ মে মিরপুর-১০ নম্বর গোলচত্বর মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি সড়কে ভুক্তভোগী ব্যবসায়ীকে গতিরোধ করেন ছয়জন। এরপর গুলি ছুড়ে ভুক্তভোগী ব্যবসায়ীর কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার তদন্ত করে ডিবি।

এরপর ঢাকা থেকে ধরা পড়া একজনের স্বীকারোক্তিতে বিভিন্ন জেলা থেকে বাকিদের আটক করা হয়। প্রত্যেকেই পেশাদার অপরাধী, বিভিন্ন মামলায় কারাগারে থাকার সময় পরিচয় হয় একে অপরের সাথে। এ বিষয়ে আগামীকাল বুধবার দুপুর ২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানা গেছে।

/এমএইচ

Exit mobile version