Site icon Jamuna Television

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে ৯ দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ৯ দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। আজ বুধবার (১৮ জুন) ভোরে দু’দফায় ২৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি।

এর আগে, গতকাল সকালে একযোগে ৩০টি মিসাইল ছোঁড়ে ইরান। এরপর নিয়মিত বিরতিতে তেলআবিব, হাইফাসহ বিভিন্ন এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসি। হামলার কথা শোনা যায় ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি কার্যালয়েও।

অপরদিকে, ইরানজুড়েও আগ্রাসী অভিযান অব্যাহত রেখেছে তেলআবিব। নতুনভাবে তেহরানের বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সেইসাথে, ইরানের প্রায় দু’শটি মিসাইল নিক্ষেপের স্থান ধ্বংসের দাবি করেছে আইডিএফ। আর মানবাধিকার সংস্থাগুলো বলছে, চলমান অভিযানে কমপক্ষে ৫৮৫ ইরানির মৃত্যু হয়েছে।

/এএইচএম

Exit mobile version