Site icon Jamuna Television

কারাগারে গাঁজা নিয়ে প্রবেশ, আটক কারারক্ষী শ্রীঘরে

স্টাফ করেসপনডেন্ট, নীলফামারী:

নীলফামারী জেলা কারাগারে দায়িত্বপালনের জন্য অভ্যন্তরে প্রবেশের সময় মাদকসহ এক কারারক্ষীকে আটক করে দায়ীত্বে থাকা অপর কারারক্ষীরা। পরে মঙ্গলবার (১৭ জুন) রাত ৯ টায় মামলা দয়ের করে তাকে নীলফামারী সদর থানায় হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ।

আটক কারারক্ষীর নাম সালমান শাহ। তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার গজারিয়ারচালা গ্রামের মোবারক হোসেনের ছেলে।

কারা কর্তৃপক্ষ জানায়, সোমবার (১৬ জুন) রাত ৩ টায় দায়িত্ব পালনে জন্য প্রবেশের সময় মূল ফটকে তল্লাশি চালিয়ে কারারক্ষী সালমানের ডান পায়ের হাঁটুর নিচে প্যান্টের ভেতর পরিহিত টাইস থেকে আনুমানিক ৭-৮ গ্রাম গাঁজা উদ্ধার করে অপর তিন কারারক্ষী।

নীলফামারী কারাগারের জেলার ফারুক হোসেন জানান, ঘটনাটি কারাগারের নিরাপত্তা ও শৃঙ্খলা পরিপন্থি এবং দন্ডনীয় অপরাধ। তাই কারারক্ষী সালমান শাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সেইসাথে উক্ত ঘটনায় আটক কারারক্ষীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ জানান, কারারক্ষী সালমান শাহ-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।

/এএইচএম

Exit mobile version