Site icon Jamuna Television

জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ করলো যুক্তরাষ্ট্র

জেরুজালেমের মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার (১৭ জুন) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটি। খবর আল জাজিরা।

দূতাবাস জানিয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে দূতাবাস ও সকল কনস্যুলার অফিসের সকল কার্যক্রম। ইরানের হামলার জেরে নিরাপত্তাজনিত কারণে দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত সোমবার ইরানের মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় তেলআবিবে অবস্থিত মার্কিন দূতাবাসের অফিস। সেদিনও দূতাবাসের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল।

/এসআইএন

Exit mobile version