Site icon Jamuna Television

শান্ত ফিরলেন ১৪৮ রানে

মুশফিকুর রহিম শান্তর কাছ থেকে ডাবল সেঞ্চুরির প্রত্যাশার কথা জানিয়েছিলেন সেটা পূরণ করে যেতে পারেননি তিনি। ১৪৮ রান করে আসিথা ফার্নান্দোর বলে অ্যাঞ্জেলো ম্যাথিউসের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন শান্ত। তার বিদায়ের সঙ্গে ভেঙে যায় ২৬৪ রানের দুর্দান্ত জুটি।

২৭৯ বল মোকাবেলায় শান্তর ইনিংসটি সাজানো ছিল ১৫টি চারে ও ১টি ছক্কায়। তবে উইকেটে অবিচল রয়েছেন মুশফিক। ইতোমধ্যে ১১৯ রানে অপরাজিত আছেন তিনি, নতুন ব্যাটার লিটন দাসকে সঙ্গে নিয়ে এগিয়ে নিচ্ছেন ইনিংস।

চতুর্থ দিন সকালের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ৩২৬ রান।

এর আগে মুশফিক ও শান্তর জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন বাংলাদেশ দিন শেষ করে ৩ উইকেটে ২৯২ রান নিয়ে। দ্বিতীয় দিন ২৪৭ রানের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে খেলা শুরু করেন দুজন।

গলের ধীরগতির উইকেট দ্বিতীয় দিন থেকে আরও কঠিন হয়ে উঠবে এমন পূর্বাভাসে, বাংলাদেশ চায় এই ইনিংসেই বড় স্কোর গড়ে নিয়ন্ত্রণে রাখতে ম্যাচ।

/এসআইএন

Exit mobile version