Site icon Jamuna Television

গায়েবি মামলা দিয়ে নির্যাতনকারীদের আইনের আওতায় আনার দাবি জানালেন রিজভী

গায়েবি মামলা দিয়ে যারা নির্যাতন করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সেই সদস্যদেরকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার (১৮ জুন) সকালে নরসিংদী জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদেরকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিএনপির এ নেতা দাবিটি উত্থাপন করেন।

রুহুল কবির রিজভী বলেন, এখনও গণতন্ত্রকে শক্তিশালী করার সংগ্রাম শেষ হয়নি। নির্বাচন নিয়ে সরকারের দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএনপির এ নেতা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে কারও প্রশ্ন থাকলে তা আলাপ-আলোচনা করে সমাধান করতে হবে। ডেঙ্গু ও করোনা মোকাবেলায় জাতীয় টাস্কফোর্স করার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

/এমএন

Exit mobile version