Site icon Jamuna Television

আশুলিয়ায় রান্নার সময় বিস্ফোরণে দ্বিতল ভবনে ধস, দগ্ধ ৬

আশুলিয়ায় রান্নার সময় বিস্ফোরণে একটি দ্বিতল ভবন ধসে পড়েছে। সেইসাথে দগ্ধ হয়েছেন অন্তত ৬ জন।

বুধবার (১৮ জুন) সকালে নিশ্চিন্তপুরের মন্ডল মার্কেট এলাকায় জুয়েল আহমেদের বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রান্নার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ধসে পরে ভবনটি। সাথে সাথেই আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। এতে অন্তত ৬ জন দগ্ধ হয়।

দগ্ধরা হলেন, জাহানারা, হাওয়া আক্তার, জুয়েল, শান্ত, জহুরুল ইসলাম ও নাসির। তাদের মধ্যে নাসির প্রাথমিক চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন। তবে আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের ধারণা, গ্যাস লাইনের লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

/এএইচএম

Exit mobile version