শুক্রবার থেকে ইসরায়েলের দিকে ৪০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

|

গত শুক্রবার (১২ জুন) ইসরায়েলের হামলার জবাবে ইরান ৪০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও কয়েক শত ড্রোন ছুড়েছে। এতে ইসরাইলের ৪০টি স্থান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং দেশটির কর কর্তৃপক্ষের কাছে ১৯,০০০-এর বেশি ক্ষতিপূরণ দাবি জমা পড়েছে। এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

ইসরায়েলে এ পর্যন্ত ২৪ জন নিহত ও ৮০০-এর বেশি আহত হয়েছে। হামলার পূর্বে মোট ৩ হাজার ৮০০-এর অধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, শুক্রবার (১২ জুন) ইসরায়েলের হামলায় সেদেশে ন্যূনতম ২২৪ জন প্রাণ হারিয়েছেন।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply