Site icon Jamuna Television

বগুড়ায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মেহেদী হাসান হৃদয় গ্রেফতার

বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের ঘনিষ্ঠ সহযোগী পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মেহেদী হাসান হৃদয় ওরফে হৃদয় ব্যাপারীকে (৩২) গ্রেফতার করেছে বগুড়া ডিবি পুলিশ।

বুধবার (১৮ জুন) ভোরে শহরের উত্তর চেলোপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, এই বিষয়ে ‘রাজনীতির খোলস বদল’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন করেছিল যমুনা টেলিভিশনের ‘ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রি’।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকায় অভিযান চালিয়ে হৃদয় ব্যাপারীকে গ্রেফতার করা হয়। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের রাজনৈতিক প্রভাবে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছিলেন। তার নেতৃত্বে চাঁদাবাজি, জমি দখল, বালু সিন্ডিকেট, মাদক ব্যবসা, সুদের কারবার, বাড়ি-ঘর জোরপূর্বক দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হতো বলে অভিযোগ রয়েছে। একইসাথে অনেকের বিরুদ্ধে মামলা দিয়ে হয়ারনি করতো বলেও অভিযোগ অনেক ভুক্তভোগীর। এ সময়, গ্রেফতারকৃত হৃদয় ব্যাপারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, তার ভাই সুরুজ্জামান সুরুজ বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য। এই প্রভাব খাটিয়ে পট পরিবর্তনের পর এলাকায় আধিপত্য ধরে রেখেছিলেন হৃদয়। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র মামলাসহ ১০টির বেশি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

/এএইচএম

Exit mobile version