Site icon Jamuna Television

গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন, একদিনেই নিহত ৬১

ফাইল ছবি।

ইরান-ইসরায়েলে চলমান সংঘাতের মধ্যেও থেমে নেই গাজায় ইসরায়েলি আগ্রাসন। ত্রাণ সংগ্রহে আসা নিরীহ মানুষের ওপর প্রতিদিনই চালানো হচ্ছে নির্বিচারে হামলা।

গতকাল মঙ্গলবার (১৭ জুন) আইডিএফের আগ্রাসনে প্রাণ হারিয়েছেন অন্তত ৬১ ফিলিস্তিনি। আহত প্রায় ৪শ’ মানুষ।

এদিন সকালে দক্ষিণ গাজার খান ইউনিসে ত্রাণের জন্য অপেক্ষারত মানুষের ওপর হামলায় নিহত হয় অন্তত ৫১ জন। খান ইউনিসের রাউন্ড অ্যাবাউটের কাছে খাবারের আশায় জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও চালানো হয় হামলা। এতে আহত হন দুই শতাধিক মানুষ, যাদের মধ্যে কমপক্ষে ২০ জনের অবস্থা গুরুতর।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। প্রতিটি ইউনিটে ভর্তি করা হচ্ছে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগী। নেই পর্যাপ্ত ওষুধ ও জরুরি চিকিৎসা সরঞ্জামও।

/এমএইচ

Exit mobile version