Site icon Jamuna Television

ইরান-ইসরায়েল থেকে নাগরিকদের নিরাপদে সরিয়ে নিচ্ছে চীন

ইরান-ইসরায়েলের চলমান যুদ্ধ নিয়ে প্রতিনিয়ত বাড়ছে শঙ্কা। একে অপরের মধ্যে পাল্টাপাল্টি হামলা ঘিরে অনিশ্চয়তা কাটছে না। দেশ দুইটিতে বসবাসরত বিদেশি নাগরিকদেরকেও নিরাপদে সরিয়ে নিতে বিভিন্ন দেশ তৎপরতা চালাচ্ছে।

এরই মধ্যে চীন জানিয়েছে, দেশ দুইটি থেকে ৭০০’র অধিক নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে। বাকিদেরকেও নিরাপদে সরিয়ে নিতে কাজ চলছে। খবর আলজাজিরার।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৭০০’র অধিক নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও ১,০০০ জনের বেশি নাগরিককে সরিয়ে নেওয়ার কাজ চলমান রয়েছে।

এছাড়াও চলমান সংঘাতে এখন পর্যন্ত কোনো চীনা নাগরিক নিহত হয়নি বলেও নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

/এসআইএন

Exit mobile version